টুরিস্টের তো কোনো ধর্ম নাই। সারা দুনিয়াতে তার পরিচয় একটাই। সে টুরিস্ট। উচ্ছৃঙ্খল দুনিয়াতে শান্তির বার্তা নিয়া আসে টুরিস্ট। যেই এলাকায় যায় সেইখানকার প্রকৃতি আর মানুষের সাথে কানেকশন বানায়। দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ তারা। দেখবেন, তাদের মাঝে কোনো জাতপাত নাই। দেখা হইলে একে অন্যের সাথে হাসিমুখে আলাপ করে। ফিলিং শেয়ার করে। সুন্দর সুন্দর ছবি তোলে, গান গায়। প্রিয়তমকে জড়ায় ধরে। ভালো লাগলে সেইখানে আবার যাওয়ার আগ্রহ প্রকাশ করে। হিংসার দুনিয়ায় টুরিস্টরা এইভাবে শান্তি ছড়ায় দেয়।
টুরিস্টের কোনো ধর্ম নাই
টুরিস্টের তো কোনো ধর্ম নাই। সারা দুনিয়াতে তার পরিচয় একটাই। সে টুরিস্ট। উচ্ছৃঙ্খল দুনিয়াতে শান্তির বার্তা নিয়া আসে টুরিস্ট। যেই এলাকায় যায় সেইখানকার প্রকৃতি আর মানুষের সাথে কানেকশন বানায়। দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ তারা। দেখবেন, তাদের মাঝে কোনো জাতপাত নাই। দেখা হইলে একে অন্যের সাথে হাসিমুখে আলাপ করে। ফিলিং শেয়ার করে। সুন্দর সুন্দর ছবি তোলে, গান গায়। প্রিয়তমকে জড়ায় ধরে। ভালো লাগলে সেইখানে আবার যাওয়ার আগ্রহ প্রকাশ করে। হিংসার দুনিয়ায় টুরিস্টরা এইভাবে শান্তি ছড়ায় দেয়।